অধ্যক্ষ কবি আফজাল চৌধুরী |
কবি আফজাল চৌধুরী
জীবন ও গ্রন্থপঞ্জি
’কল্যাণ ব্রতে’র কবি হিসেবে
খ্যাত আফজাল চৌধুরীর
কবিতা স্বদেশ
ও স্বধর্ম চেতনায় সমৃদ্ধ। ইসলামের
নব-উত্তান প্রত্যাশী এই কবির কবিতায়
সমসাময়িক
ঘটনাবলী যেমন
নান্দনিক হয়ে ওঠেছে তেমনি
নিকট-ইতিহাসও বাঙ্ময় হয়েছে তির্যক তীক্ন ও
অনুসন্ধানী ভাব ও ভাষায়।
বর্তমান দ্বান্দ্বিক কাললগ্নে
বর্তমান দ্বান্দ্বিক কাললগ্নে
নিকট-ইতিহাসের সেই সোনালী অধ্যায়ের
জন্ম
:১০ মার্চ ১৯৪২।
জন্মস্থান
: হাসপাতাল রোড, হবিগঞ্জ।
স্থায়ী নিবাস : গ্রাম
- খাগাউড়া, ডাকঘর – রইছগঞ্জ বাজার ,
উপজেলা – বাহুবল, জেলা – হবিগঞ্জ।
মৃত্যু : ৯ জানুয়ারী ২০০৪ ।