জীবন ও গ্রন্থপঞ্জি

Thursday, November 28, 2013



কবি আফজাল চৌধুরী
 

কল্যাণ ব্রতে কবি হিসেবে খ্যাত আফজাল চৌধুরীর
কবিতা  স্বদেশ স্বধর্ম চেতনায় সমৃদ্ধ   ইসলামের
নব-উত্তান প্রত্যাশী এই কবির কবিতায়  সমসাময়িক
ঘটনাবলী  যেমন নান্দনিক হয়ে  ওঠেছে তেমনি
নিকট-ইতিহাসও বাঙ্ময় হয়েছে  তির্যক তীক্ন  
অনুসন্ধানী ভাব ভাষায়   বর্তমান  দ্বান্দ্বিক কাললগ্নে
নিকট-ইতিহাসের সেই সোনালী  অধ্যায়ের
সফল প্রতিস্থাপন ছিল  তাঁর আমরণ প্রত্যাশা


জন্ম :১০ মার্চ ১৯৪২ 
জন্মস্থান : হাসপাতাল রোড, হবিগঞ্জ
স্থায়ী নিবাস : গ্রাম - খাগাউড়া, ডাকঘর রইছগঞ্জ বাজার ,
উপজেলা বাহুবল, জেলা হবিগঞ্জ।       
                                                                                                             
 
পিতা : মরহুম প্রফেসর মাওলানা আব্দুল বসির চৌধুরী,
প্রসিদ্ধ আলিমে দীন শিক্ষাবিদ

মাতা : মরহুমা সৈয়দা ফয়জুন্নেছা খাতুন, ইটাখোলা
সাহেব বাড়ী, সায়হাম নগর, নয়াপাড়া,
মাধবপুর, হবিগঞ্জের প্রখ্যাত রাজনীতিবিদ
মরহুম সৈয়দ সৈয়দুদ্দীনের সহোদরা


ভাই :
তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ   বড় ভাই প্রখ্যাত
রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রাক্তন এমএনএ সংসদ
সদস্য মরহুম .কে. লতিফুর রহমান চৌধুরী  ( কমান্ড্যান্ট মানিক চৌধুরী  ) 
 এবং মেঝো ভাই বীর মুক্তিযোদ্ধা,  ভাষা সৈনিক  এবং বিশিষ্ট রাজনীতিবিদ
মরহুম আলতাফুর রহমান চৌধুরী  ( ইয়াকুত চৌধুরী )

 
Kobi Afzal Chowdhury Foundation © 2013 | Developed by : - Imdad howdhury - Microsoft Certified Solutions Associate - Supported by :- IMDAD SOFTWARE