কবির জীবনী



কবি আফজাল চৌধুরী
                                                             জন্ম : ১০ মার্চ ১৯৪২
                                                         মৃত্যু : জানুয়ারী ২০০৪

কবি আফজাল চৌধুরী
জীবন গ্রন্থপঞ্জি

কল্যাণ ব্রতে কবি হিসেবে খ্যাত আফজাল চৌধুরীর
কবিতা  স্বদেশ স্বধর্ম চেতনায় সমৃদ্ধ   ইসলামের
নব-উত্তান প্রত্যাশী এই কবির কবিতায়  সমসাময়িক
ঘটনাবলী  যেমন নান্দনিক হয়ে  ওঠেছে তেমনি
নিকট-ইতিহাসও বাঙ্ময় হয়েছে  তির্যক তীক্ন  
অনুসন্ধানী ভাব ভাষায়   বর্তমান  দ্বান্দ্বিক কাললগ্নে
নিকট-ইতিহাসের সেই সোনালী  অধ্যায়ের
সফল প্রতিস্থাপন ছিল  তাঁর আমরণ প্রত্যাশা


জন্ম :১০ মার্চ ১৯৪২ 
জন্মস্থান : হাসপাতাল রোড, হবিগঞ্জ
স্থায়ী নিবাস : গ্রাম - খাগাউড়া, ডাকঘর রইছগঞ্জ বাজার ,
উপজেলা বাহুবল, জেলা হবিগঞ্জ
পিতা : মরহুম প্রফেসর মাওলানা আব্দুল বসির চৌধুরী,
প্রসিদ্ধ আলিমে দীন শিক্ষাবিদ

মা : মরহুমা সৈয়দা ফয়জুন্নেছা খাতুন, ইটাখোলা
সাহেব বাড়ী, সায়হাম নগর, নয়াপাড়া,
মাধবপুর, হবিগঞ্জের প্রখ্যাত রাজনীতিবিদ
মরহুম সৈয়দ সৈয়দুদ্দীনের সহোদরা


ভাই :
তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ   বড় ভাই প্রখ্যাত
রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রাক্তন এমএনএ সংসদ
সদস্য মরহুম .কে. লতিফুর রহমান চৌধুরী  ( কমান্ড্যান্ট মানিক
চৌধুরী  )  এবং মেঝো ভাই বীর মুক্তিযোদ্ধা , ভাষা  সৈনিক এবং বিশিষ্ট
রাজনীতিবিদ মরহুম আলতাফুর রহমান চৌধুরী  ( ইয়াকুত চৌধুরী )

শিক্ষাজীবন :
হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন
(১৯৫৯)     হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক
(১৯৬১)   ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ  (অনার্স)
(১৯৬৪)    এমএ (১৯৬৫)  

কর্মজীবন :
১৯৬৯ সালে সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য হিসেবে তাঁর
কর্ম জীবনের শুরু হয় 

কর্মস্থল :
প্রথম কর্মস্থল রাজশাহী  সরকারী  ইন্টারমেডিয়েট কলেজ
(১৯৬৯ -৭০)   পরবর্তীতে সিলেট সরকারী  এমসি
ইন্টারমেডিয়েট কলেজ (১৯৭০-৭২),  চট্রগ্রাম সরকারী
ইন্টারমেডিয়েট কলেজ (১৯৭২-৭৩),  সিলেট সরকারী 
কলেজ ( বর্তমান সরকারী  এমসি বিশ্ববিদ্যালয় কলেজ,
১৯৭৫ -৮০    ১৯৯০-৯৫)  এবং  সিলেট সরকারী মহিলা
কলেজে (১৯৮৯-৯০) অধ্যাপনা করেন 

সর্বশেষ  কর্মস্থল :
প্রিন্সিপাল,  হবিগঞ্জ সরকারী  বৃন্দাবন কলেজ (১৯৯৬-৯৯)
পদে কর্মরত  থাকাবস্থায়  ১৯৯৯ সালের মার্চ সরকারী 
চাকরি থেকে অবসর গ্রহণ করেন   হবিগঞ্জ সরকারী  বৃন্দাবন
কলেজের প্রিন্সিপাল থাকাবস্থায় কলেজের উন্নয়নে তিনি
প্রভুত অবদান রাখেন এবং ৭টি বিষয়ে অনার্স কোর্স চালু
করেন   মাঝখানে ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি
প্রেষণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ - এর ইসলামী
সাংস্কৃতিক কেন্দ্র সিলেট ঢাকার যথাক্রমে উপ-পরিচালক
(১৯৮০-৮১)    পরিচালক  (১৯৮২-৮৪) এবং ১৯৮৫
থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মাধ্যমিক  উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোর্ড,  ঢাকার স্কুলসমূহের পরিদর্শক  ছিলেন   তিনি ছিলেন
ইসলামী  সাংস্কৃতিক  কেন্দ্র সিলেটের প্রতিষ্ঠাতা  উপ-
পরিচালক  ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার পরিচালক
থাকাকালে সাহিত্য পত্রিকা  ঐতিহ্যএর প্রকাশ
সম্পাদনা; সেমিনার, আলোচনা সভা প্রভৃতির মাধ্যমে দেশের
বরেণ্য কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবিদের
উপস্থিতিতে সাংস্কৃতিক ক্ষেত্রে নবজাগৃতির সৃষ্টি; ১৯৮৩ সালে
ঢাকায় অনুষ্ঠিত  ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন উপলক্ষে
আফগানিস্তান আমরা ভালবাসিসংকলন গ্রন্থের প্রকাশ
প্রভৃতি ছিল তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতার পরিচায়ক

গ্রন্থপঞ্জি :
কবি আফজাল চৌধুরীর পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা
১২টি   এরমধ্যে কাব্যগ্রন্থ ৭টি, কাব্যনাটক ১টি, প্রবন্ধ
গ্রন্থ ২টি, নাটক ১টি অনুবাদ গ্রন্থ  - ১টি  বর্তমানে তাঁর
অপ্রকাশিত গ্রন্থের সংখ্যা  ১৬টির অধিক   রচনাসমগ্র
প্রকাশিত হলে তা দেড় হাজার পৃষ্ঠা ছাড়িয়ে যাবে 

প্রকাশিত গ্রন্থ :
কাব্যগ্রন্থ : কল্যাণ ব্রত (১৯৬৯, দ্বি. সং. ২০০৮), শ্বেতপত্র
(১৯৮৩),  সামগীত দু:সময়ের (১৯৯১),  শবমেহেরের ছুটি
(২০০৫), নয়া পৃথিবীর জন্য (২০০৬), বিশ্বাসের  দিওয়ান
(২০০৭),  এই  ঢাকা  এই  জাহাঙ্গীরনগর (২০১১)
কাব্যনাটক : হে পৃথিবী নিরাময় হও (১৯৭৯)
নাটক : সিলেট বিজয় (২০০৫)
প্রবন্ধ গ্রন্থ : ঐতিহ্যচিন্তা রসুল প্রশস্তি (১৯৭৯, ৪র্থ সং.
২০০৪),  তাঁর কাব্যালোকে সৈয়দ আলী আহসান (২০১২)
অনুবাদ গ্রন্থ : বার্নাবাসের বাইবেল (১৯৯৬, দ্বি. সং.
২০০৫)

অপ্রকাশিত রচনা :
কবিতা : বন্দী আরাকান অন্যান্য কবিতা , খোশাহাল খান
খটকের জন্য পঙক্তিমালা , অন্য গোলার্ধে হৃদয়, শাশ্বতের
পক্ষে কবিতা, ঐতিহাসিক মর্সিয়া অন্যান্য কবিতা,
অনুবাদ কবিতা : জালালুদ্দীন রুমির কবিতা, আলী শরীয়তীর
কবিতা, কাব্যনাটক : বাঁশী, গীতিনকশা : সবুজ গম্বুজে ঢাকা
ফুল, নাটক : ক্ষুধিত ক্যাম্পাস, প্রবন্ধ গ্রন্থ : কবিতার সংসারে
জটিলতা, প্রতিশ্রুত কথকতা, সমকালীন সাহিত্যের ধারা,
নান্দনিক ভুবন, সিলেটে সূফী সাধনা, মক্কার পথ : মুহম্মদ
আসাদের মহাজীবন প্রভৃতি

পুরস্কার :
কবি আফজাল চৌধুরী  ২০০১ সালে সিলেট বিভাগের
মর্যাদাপূর্ণ পুরস্কার  রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কারএবং
২০০৪ সালে মরণোত্তর  কিশোর কন্ঠ সাহিত্য পুরস্কারলাভ
করেন

বিদেশ ভ্রমণ :
ইসলামী  সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার  পরিচালকথাকাকালে
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল
ভিজিটিং প্রোগ্রামের আওতায়  মাসব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের
আটটি অঙ্গরাজ্য সফর করেন   যাত্রাপথে  ব্রিটেনে যাত্রাবিরতি
এবং  ফেরার পথে সৌদী আরবে পবিত্র ওমরাহ পালন
করেন   সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ কিছু কবিতা
রচনা করেন,  যা তাঁর অন্য গোলার্ধে হৃদয় বিশ্বাসের
দিওয়ানশীর্ষক কাব্যগ্র ন্থ  দুটির অন্তর্ভুক্ত হয়েছে

পরিবার-পরিজন :
কবি তিন পুত্র এক কন্যার জনক  প্রথম পুত্র মুহাম্মদ
জুলকারনাইন স্বপরিবারে কানাডা প্রবাসী, দ্বিতীয় পুত্র মুহাম্মদ
হাসনাইন  বাহরাইন প্রবাসী, তৃতীয় পুত্র মুহাম্মদ যুন্ নুরাইন
সিলেট মদনমোহন  বিশ্ববিদ্যালয় কলেজে প্রভাসক হিসেবে
কর্মরত    একমাত্র কন্যা তাহেরা ফোয়ারা সিলেটের সানিহিল
ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা   জামাতা
জাহেদুর রহমান চৌধুরী সিলেট ক্যাডেট মাদ্রাসার পরিচালক
বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত
স্ত্রী  : নূরুন্নহার বেগম সিলেট শহরের বিশিষ্ট ব্যবসায়ী
রায়নগর সোনার পাড়া নিবাসী মরহুম আব্দুল মতলিব
সাহেবের কন্যা

সমাজসেবা :
কবি আফজাল চৌধুরী চাকরি জীবনে অধ্যাপনা লেখালেখির
পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত
ছিলেন   সিলেটের আঞ্জুমানে খেদমতে কুরআনের প্রতিষ্ঠাতা
সদস্য , শাহজালাল জামেয়া ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা
সদস্য এবং তাঁর নিজ গ্রাম খাগাউড়ায় হযরত শাহজালাল (রহ.)
আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম উদ্যোক্তাও  ছিলেন তিনি  সিলেট
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি সংলাপ
সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সভাপতিসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক
শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ট ভাবে জড়িত ছিলেন  তাছাড়া
চাকরি জীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য
ছিলেন   ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন
প্রতিবাদী  ওজস্বী বক্তা হিসেবে তিনি সুপরিচিত ছিলেন
অত্যন্ত উঁচুমানের স্বরভঙ্গি মোহময় আবৃত্তিযোগ্য কন্ঠের
অধিকারী কবি আফজাল চৌধুরী শাণিত চেতনা প্রখর
জীবনবোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন  কবি ফররুখ আহমদের পর
কাব্য জীবন ব্যক্তি জীবনে এমন সাযুজ্যসম্পন্ন মানুষ আমাদের
সাহিত্যাঙ্গনে বিরল

মৃত্যু :   কবি আফজাল চৌধুরী   জানুয়ারী  ২০০৪,  শুক্রবার
মাগরিবের পূবক্ষণে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি
ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি --------রাজিউন)
তাঁকে দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাঝার সংলগ্ন
গোরস্তানে দাফন করা হয়
গ্রন্থনা : মুকুল  চৌধুরী

কবর ফলক

আমি হতে ধরে নাও এই  একটি কথা-
পরাজিত হই নি কখনও
ললাটে খচিত ছিল এই কথা, তথা
পরাজয় হবে না কখনও
আমার শিয়রে পাতা শহীদি শিথান
সত্যত্যাগ করিনি কখনও
এখন শাশ্বতলোকে পুনরুত্থান
আফজাল-রাহমান
প্রতীক্ষায় আছি তাই
জাগ্রত এখনও  

আফজাল চৌধুরী

প্রকাশনায় : কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন
                  ৩৪ রাসোস, রায়নগর সোনারপাড়া, সিলেট-৩১০০
প্রকাশকাল : ২০ জানুয়ারী ২০১২
মোবাইল : ০১৭১১ - ২৬৩০২৫ ,  ০১৬৭৩-৯৮১৭৬৩





 
Kobi Afzal Chowdhury Foundation © 2013 | Developed by : - Imdad howdhury - Microsoft Certified Solutions Associate - Supported by :- IMDAD SOFTWARE