গ্রন্থপঞ্জি :
কবি আফজাল চৌধুরীর এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা
১২টি। এরমধ্যে কাব্যগ্রন্থ – ৭টি,
কাব্যনাটক – ১টি, প্রবন্ধ
গ্রন্থ – ২টি, নাটক – ১টি ও অনুবাদ গ্রন্থ - ১টি। বর্তমানে তাঁর
অপ্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টির ও অধিক। রচনাসমগ্র
প্রকাশিত হলে তা দেড় হাজার
পৃষ্ঠা ছাড়িয়ে যাবে।
প্রকাশিত গ্রন্থ :
কাব্যগ্রন্থ
: কল্যাণ ব্রত (১৯৬৯,
দ্বি. সং.
২০০৮), শ্বেতপত্র
(১৯৮৩), সামগীত দু:সময়ের
(১৯৯১), শবমেহেরের ছুটি
(২০০৫), নয়া পৃথিবীর
জন্য (২০০৬),
বিশ্বাসের দিওয়ান
(২০০৭), এই ঢাকা এই জাহাঙ্গীরনগর (২০১১)।
কাব্যনাটক
: হে পৃথিবী নিরাময় হও (১৯৭৯)।
নাটক
: সিলেট বিজয় (২০০৫)।
প্রবন্ধ গ্রন্থ
: ঐতিহ্যচিন্তা ও রসুল প্রশস্তি
(১৯৭৯, ৪র্থ সং.
২০০৪), তাঁর
কাব্যালোকে সৈয়দ আলী আহসান (২০১২)।
অনুবাদ গ্রন্থ
: বার্নাবাসের বাইবেল (১৯৯৬,
দ্বি. সং.
২০০৫)।
অপ্রকাশিত রচনা :
কবিতা
: বন্দী আরাকান ও অন্যান্য কবিতা
, খোশাহাল খান
খটকের জন্য পঙক্তিমালা , অন্য গোলার্ধে
হৃদয়, শাশ্বতের
পক্ষে কবিতা, ঐতিহাসিক মর্সিয়া ও অন্যান্য
কবিতা,
অনুবাদ কবিতা : জালালুদ্দীন রুমির কবিতা,
আলী শরীয়তীর
কবিতা, কাব্যনাটক : বাঁশী,
গীতিনকশা : সবুজ গম্বুজে ঢাকা
ফুল, নাটক : ক্ষুধিত ক্যাম্পাস, প্রবন্ধ গ্রন্থ : কবিতার সংসারে
জটিলতা, প্রতিশ্রুত কথকতা, সমকালীন সাহিত্যের ধারা,
নান্দনিক ভুবন, সিলেটে সূফী সাধনা, মক্কার
পথ : মুহম্মদ
আসাদের মহাজীবন প্রভৃতি।
পুরস্কার :
কবি আফজাল চৌধুরী ২০০১ সালে সিলেট বিভাগের
মর্যাদাপূর্ণ পুরস্কার ’রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার’ এবং
২০০৪ সালে মরণোত্তর ’কিশোর কন্ঠ সাহিত্য পুরস্কার’ লাভ
করেন।
কবি আফজাল চৌধুরী
জীবন ও গ্রন্থপঞ্জি
’কল্যাণ ব্রতে’র কবি হিসেবে
খ্যাত আফজাল চৌধুরীর
কবিতা স্বদেশ
ও স্বধর্ম চেতনায় সমৃদ্ধ। ইসলামের
নব-উত্তান প্রত্যাশী এই কবির কবিতায়
সমসাময়িক
ঘটনাবলী যেমন
নান্দনিক হয়ে ওঠেছে তেমনি
নিকট-ইতিহাসও বাঙ্ময় হয়েছে তির্যক তীক্ন ও
অনুসন্ধানী ভাব ও ভাষায়। বর্তমান দ্বান্দ্বিক কাললগ্নে
নিকট-ইতিহাসের সেই সোনালী অধ্যায়ের
সফল প্রতিস্থাপন ছিল তাঁর আমরণ প্রত্যাশা।
কবর ফলক
আমি হতে ধরে নাও এই একটি কথা-
পরাজিত হই নি কখনও
ললাটে খচিত ছিল এই কথা,
তথা
পরাজয় হবে না কখনও
আমার শিয়রে পাতা শহীদি শিথান
সত্যত্যাগ করিনি কখনও
এখন শাশ্বতলোকে পুনরুত্থান
আফজাল-রাহমান
প্রতীক্ষায় আছি তাই
জাগ্রত এখনও ।
আফজাল চৌধুরী
প্রকাশনায় : কবি
আফজাল চৌধুরী
ফাউন্ডেশন
৩৪ রাসোস,
রায়নগর সোনারপাড়া, সিলেট-৩১০০
প্রকাশকাল : ২০ জানুয়ারী ২০১২
মোবাইল : ০১৭১১ - ২৬৩০২৫ , ০১৬৭৩-৯৮১৭৬৩।