বিদেশ ভ্রমণ :-
ইসলামী সাংস্কৃতিক
কেন্দ্র ঢাকার ’পরিচালক’ থাকাকালে
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল
ভিজিটিং প্রোগ্রামের আওতায় মাসব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের
আটটি অঙ্গরাজ্য সফর করেন। যাত্রাপথে ব্রিটেনে যাত্রাবিরতি
এবং ফেরার
পথে সৌদী আরবে পবিত্র ওমরাহ পালন
করেন । এ সফরের অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ কিছু কবিতা
রচনা করেন, যা তাঁর ’অন্য
গোলার্ধে হৃদয়’ ও ’ বিশ্বাসের
দিওয়ান’ শীর্ষক কাব্যগ্র ন্থ দু’টির অন্তর্ভুক্ত হয়েছে।