সমাজসেবা
:
কবি আফজাল চৌধুরী চাকরি জীবনে অধ্যাপনা ও লেখালেখির
পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে ও জড়িত
ছিলেন। সিলেটের আঞ্জুমানে খেদমতে কুরআনের প্রতিষ্ঠাতা
সদস্য , শাহজালাল জামেয়া ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা
সদস্য এবং তাঁর নিজ গ্রাম খাগাউড়ায় হযরত শাহজালাল (রহ.)
আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম উদ্যোক্তাও ছিলেন তিনি। সিলেট
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি ও সংলাপ
সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সভাপতিসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক
ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ট ভাবে জড়িত ছিলেন।
তাছাড়া চাকরি জীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও
ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত
ধার্মিক ছিলেন।
প্রতিবাদী ও
ওজস্বী বক্তা হিসেবে ও তিনি সুপরিচিত
ছিলেন।
অত্যন্ত উঁচুমানের স্বরভঙ্গি ও মোহময় আবৃত্তিযোগ্য কন্ঠের
অধিকারী কবি আফজাল চৌধুরী শাণিত চেতনা ও প্রখর
জীবনবোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন। কবি ফররুখ আহমদের পর
কাব্য জীবন ও ব্যক্তি জীবনে এমন সাযুজ্যসম্পন্ন মানুষ
আমাদের
সাহিত্যাঙ্গনে বিরল।