কবর ফলক
আমি হতে ধরে নাও এই একটি কথা-
পরাজিত হই নি কখনও
ললাটে খচিত ছিল এই কথা,
তথা
পরাজয় হবে না কখনও
আমার শিয়রে পাতা শহীদি শিথান
সত্যত্যাগ করিনি কখনও
এখন শাশ্বতলোকে পুনরুত্থান
আফজাল-রাহমান
প্রতীক্ষায় আছি তাই
জাগ্রত এখনও ।