প্রিন্সিপাল, হবিগঞ্জ
সরকারী বৃন্দাবন কলেজ (১৯৯৬-’৯৯)।
এ পদে কর্মরত থাকাবস্থায় ১৯৯৯ সালের ৯ মার্চ সরকারী
চাকরি থেকে অবসর গ্রহণ করেন। হবিগঞ্জ সরকারী বৃন্দাবন
কলেজের প্রিন্সিপাল থাকাবস্থায় এ কলেজের উন্নয়নে তিনি
প্রভুত অবদান রাখেন এবং ৭টি বিষয়ে অনাস কোস চালু
করেন। মাঝখানে ১৯৮০ থেকে
১৯৮৪ সাল পযন্ত তিনি
প্রেষণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর ইসলামী
সাংস্কৃতিক কেন্দ্র সিলেট ও ঢাকার যথাক্রমে ’উপ-পরিচালক’
(১৯৮০-’৮১) ও ’পরিচালক’
(১৯৮২-’৮৪) এবং ১৯৮৫
থেকে ১৯৮৯ সাল পযন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোড, ঢাকার
’স্কুলসমূহের পরিদশক’ ছিলেন। তিনি ছিলেন
ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র
সিলেটের প্রতিষ্ঠাতা ’উপ-
পরিচালক’ ।
ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার ’পরিচালক’
থাকাকালে সাহিত্য পত্রিকা ’ঐতিহ্য’ এর প্রকাশ ও
সম্পাদনা; সেমিনার, আলোচনা সভা প্রভৃতির
মাধ্যমে দেশের
বরেণ্য কবি – সাহিত্যিক – সাংবাদিক – বুদ্ধিজীবিদের
উপস্থিতিতে সাংস্কৃতিক ক্ষেত্রে নবজাগৃতির সৃষ্টি;
১৯৮৩ সালে
ঢাকায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন উপলক্ষে
’আফগানিস্তান আমরা ভালবাসি’ সংকলন গ্রন্থের প্রকাশ
প্রভৃতি ছিল তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতার পরিচায়ক।